রুমা সাহা, শেরপুর প্রতিনিধি: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্টে অপমৃত্যু প্রতিরোধে শেরপুর সদরের প্রত্যন্ত অঞ্চলে সচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ ) বিকেলে শেরপুর সদর থানাধীন বলাইচরের দশআনি বাজার প্রাঙ্গণে শেরপুর সদর থানা পুলিশ কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর।
জনাব বছির আহমেদ বাদল, অফিসার ইনচার্জ শেরপুর থানা, শেরপুর এর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), শেরপুর; জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), শেরপুর; জনাব সাবিহা জামান শাপলা, মহিলা ভাইস চেয়ারম্যান, শেরপুর সদর উপজেলা, শেরপুর; জনাব মোঃ রফিকুল ইসলাম আকন্দ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ ১১নং বলাইরচর ইউনিয়ন, শেরপুর; জনাব মনিরুল আলম মনি, চেয়ারম্যান, ১১নং বলাইরচর ইউনিয়ন পরিষদ, শেরপুর।
বিট পুলিশিং সমাবেশে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।