দুপুর ১:১২, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







ঝিনাইগাতীতে গাঁজাসহ গ্রেফতার ২

রুমা সাহা  শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ ২ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

২২ মার্চ বুধবার দিবাগত রাত সোয়া  ৯ টায় তাদের গ্রেপ্তার করা।

গ্রেফতার কৃতরা হলেন,  উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও খন্দকার পাড়া গ্রামের মৃত ছহিমদ্দিনের ছেলে কফিল উদ্দিন  ( ৬১) ও মৃত জামির  আলীর ছেলে জহির আলী ওরফে ফকির ( ৫৫)

থানা সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল আলম ভূঁইয়ার নির্দেশে এসআই মাসুদ রানা ও এ এস আই নাঈমুল হাসান সহ সঙ্গীয় পুলিশ  নিয়ে আসামী  কফিল উদ্দিনের  বাড়ির সামনে অভিযান চালিয়ে ওই ২ ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। পরে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শেরপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।