দুপুর ১:২০, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







আওয়ামী পরিবারে হজ্ব যাত্রীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

রুমা সাহা, শেরপুর: ২৩ মে সন্ধ্যায় হোটেল আলিশান রেস্টুরেন্টে আওয়ামী লীগ পরিবারে হজ্ব যাত্রীদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শেরপুরের পৌর মেয়র গোলাম মোঃ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর শহর আওয়ামী লীগের আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনগণের প্রিয় নেতা ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল, সাবেক সহ সভাপতি আলহাজ্ব ফখরুল মজিদ খোকনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও জেলা আওয়ামী লীগ পরিবারের হজ্ব যাত্রীরা উপস্থিত ছিলেন।