দুপুর ১:১৩, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







১০ দফা শিগগিরই এক দফায় পরিণত হবে : নোমান

বিএনপির ১০ দফা বাস্তবায়নের আন্দোলন শিগগিরই এক দফায় পরিণত হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বুধবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নোমান বলেন, এখনও হরতাল ও সরকার পতনের আন্দোলন শুরু করিনি। ১০ দফা বাস্তবায়নে আন্দোলন করে যাচ্ছি, যা শিগগির এক দফায় পরিণত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ২০১৮ সালের নির্বাচনে যেমন জনগণ ভোট দিতে পারেনি, এবারেও পারবে না। তাই এ স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।

বিএনপির এই নেতা বলেন, রাতের ভোট ও ব্যালটবিহীন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ পর্যন্ত ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ এ পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন করতে দেব না।

তিনি বলেন, খালেদা জিয়াকে কারারুদ্ধ রাখা হয়েছে মূলত তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার কার্যকারিতা কমাতে।