সকাল ১১:২০, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ

রুমা সাহা, শেরপুর: শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের উপজেলার ২০ টি দাখিল  মাদ্রাসার  নবম ও দশম শ্রেণির মেধাবী  শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারী ও গৃহ গণনা ২০২১ প্রকল্পের ১২০ টি বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ বোরহান উদ্দিন।

সঞ্চালনায় ছিলে,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম,  উপজেলা পরিসংখ্যান তদন্তকারী জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী শিক্ষক শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।