দুপুর ১:০৬, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







নওগাঁয় বয়:সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার উপর কর্মশালা

বিকাশ চন্দ্র প্রামানিক, নওগাঁ প্রতিনিধি: ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির আওতায় নওগাঁয় বয়:সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “অধিকার এখানে, এখনই (জঐজঘ২) প্রকল্প” কর্তৃক আয়োজিত কিশোর কিশোরী ও যুবকদের জন্য যৌন শিক্ষা ও প্রজনন স্বাস্থ্য সেবায় সবার প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কাজের ধারাবাহিকতায় জেন্ডার বৈচিত্রময় জনগোষ্ঠীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ও সামাজিক অর্ন্তভুক্তিকরণে এবং কিশোর কিশোরীদের বয়:সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা নিশ্চিতকরণে ধর্মীয় নেতার ভূমিকা শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা উপলক্ষে বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলা পরিষদ সভা কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা ব্র্যাক সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নওগাঁ ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ গোলাম মোস্তফাসহ ধর্মীয় নেতা, শিক্ষক, ট্রান্সজেন্ডার ও টান্সজেন্ডার ইয়ুথ সদস্যসহ ইয়ুথ গ্রæপের অন্যান্য সদস্যরা।

ইয়ুথ সদস্য শ্রুতি দাস এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক রংপুর এর এরিয়া কো-অর্ডিনেটর মাধুরি সূত্রধর। তিনি ধর্মীয় নেতাদের সাথে সভার উদ্দেশ্য, সমন্বিত যৌনতা শিক্ষা ও বিভিন্ন ধর্মে ট্রান্সজেন্ডার সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনায় প্রেজেন্টশনের মাধ্যমে কর্মশালা প্রকল্প পরিচিতি তুলে ধরেন।

এসময় সভায় ট্রান্সজেন্ডার নেতা তার বক্তব্যে বলেন, ট্রান্সজেন্ডার হওয়ার কারণে আমরা স্বাভাবিকভাবে স্বাস্থ্য সেবা নিতে পারি না। আমাদের পরিবার, অন্যান্য ভাই বোনদের ভবিষ্যতের কথা ভেবে আমাদেরকে বাড়ীতে রাখেন না। পরে ধর্মীয় নেতারা তাদের বক্তব্যে সমস্যা সমাধানের জন্য কাজ করবেন বলে অভিমত ব্যক্ত করেন। তারা বিভিন্ন ধর্মীয় আলোচনায় এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন বলে জানান।

এছাড়া সকলে মিলে সমাজকে সুন্দর করতে কাজ করা হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে বয়:সন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষার সাথে সংযুক্ত পাঠটি যাতে পাঠদান হয় সেজন্য নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ গ্রহণ করবেন বলেও উল্লেখ করেন।