দুপুর ১২:১৯, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







ড. মুহম্মদ জাফর ইকবাল কে ফুলেল শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার

অসীম রায়, বান্দরবান: জ্ঞান বাড়ানোর জন্য সকলে বেশি বই পড়া উচিত বলে মন্তব্য করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ ড. জাফর ইকবাল এবং খ্যাতনামা কার্টুনিস্ট আহসান হাবিবদের গর্বিত পিতা ফয়জুর রহমান আহমেদ, তৎকালীন সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন। স্বাধীনতার পূর্বে সার্কেল ইন্সপেক্টর হিসেবে তিনি বান্দরবানে সপরিবারে কর্মরত ছিলেন তিনি।

বাবার চাকরির সুবাদে হুমায়ূন আহমেদ এবং ড: মুহাম্মদ জাফর ইকবালদের কৈশোরের প্রায় দু’বছরের দুরন্তপনার দিনগুলি কেটেছিল বান্দরবানে, উল্লেখ যোগ্য বইয়ের মধ্যে বিজ্ঞান ও গণিত সমগ্র।

তাদের কৈশোরের প্রায় দু’বছরের স্মৃতি বিজড়িত বাড়ি নন্দিত নিবাস- এ ড. মুহম্মদ জাফর ইকবাল আগমন ও পরিদর্শন করেন। পরে বকুল ফুলের চারাগাছ রোপন জেলা পুলিশ সুপার কার্যালয়ে।

ড. মুহম্মদ জাফর ইকবাল কে ফুলেল শুভেচছা জানান বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম পিপিএম এবং সোহানা তারিক, পুনাক সভানেত্রী, বান্দরবান পার্বত্য জেলা।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহ আলম, সহকারী পুলিশ সুপার, (ডিএসবি) মোঃ ছালাহ উদ্দিন সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ফোর্স।