বিকাল ৩:৪৩, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উত্তর সিটি আর্ট ক্যাম্পেইন

খেলাটা কেবলই বিনোদন নয়, এর মাধ্যমে বদলে যেতে পারে একটা দেশ আর জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যেমন খেলা দেখেন, তেমনি সবাইকে খেলাধুলায় উৎসাহিতও করেন। ২৮শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে “আগামীর অনুপ্রেরণা” শিরোনামে আর্ট ক্যাম্পেইনের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সূত্র: একাত্তর টিভি

স্বপ্ন ভরা চোখে জ্যোতির্ময় আলো, যে স্পন্দনে পাথরেও ফুল ফোটে। রক্তিম বাংলা চিরজাগ্রত, হাজারও বাধায় হয় না নত। নিত্য নতুন দীপ্ত শপথ গড়ার প্রত্যয়ে, সুন্দর ভবিষ্যৎ চীর উন্নত সেই চিত্র একে চলেছেন অবিরত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার অহংকার। খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ। ঢাকা উত্তরের মেয়র ও ভলিভল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের নতুন উদ্যোগ, “আগামীর অনুপ্রেরণা” শিরোনামে আয়োজিত আর্ট ক্যাম্পেইন।

আতিকুল ইসলামের (ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও ভলিভল ফেডারেশনের সভাপতি) মতে আমাদের জন্য এটি সৌভাগ্যের ব্যাপার এরকম একজন প্রধানমন্ত্রী পাওয়া। যে শিল্পী অসুস্থ, যে খেলোয়াড় অসুস্থ যে খেলোয়াড় দলে জায়গা পাননি, তার পাশে কিন্তু প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন। যে কোন দিন চিন্তা করতে পারেননি যে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় প্রধানমন্ত্রী তাকে দেখতে যাবেন তার পাশেই কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন।

দেশের ৭৭ জন বরেণ্য শিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে এই ক্যাম্পেইনে প্রধানমন্ত্রীর পোর্ট্রেট করার জন্য। বাঙালি স্বপ্ন দেখে তার নয়নে। তিনি আছেন সকলের হৃদয়ে। আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। সেই দিন থেকেই ডিএনসিসির কার্যালয়ে প্রধানমন্ত্রীর এই ছবিগুলো প্রদর্শিত হবে।