স্মার্টফোনে বিজয় সফটওয়্যার থাকা বাধ্যতামূলক, কিন্তু ব্যবহার বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
ডিজিটাল বাংলাদেশ মেলা উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, মোবাইল ফোন ব্যবহারকারী তার ফোনে কোন সফটওয়্যার রাখবেন বা রাখবেন না, তা তার স্বাধীনতা। মোবাইল ফোন কেনার পরে তিনি এক সেকেন্ডও তার ফোনে বিজয় নাও রাখতে পারেন, আনইনস্টল করে দিতে পারেন। এতে কোনও বাধ্যবাধকতা নেই। স্মার্টফোনে বিজয় সফটওয়্যার থাকা বাধ্যতামূলক। তবে ব্যবহার বাধ্যতামূলক নয়।