দুপুর ১:৪৩, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ







নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুইগ্রুপের সংঘর্ষে নারী সহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নাওড়া এলাকায় দুইগ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সফিকুল ইসলাম সহ কয়েকজন মিলে নিজেদের জমি দেখতে যান। এ সময় মোশারফ বাহিনীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে দুইগ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।