বিকাল ৩:৫৯, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







বান্দরবান শ্রমিক কল্যান সমিতির ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করলেন – পার্বত্য মন্ত্রী

অসীম রায়, বান্দরবান:  শ্রমিক কল্যান সমিতির আয়োজিত অনুষ্ঠানে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। পার্বত্য উন্নয়ন বোর্ডের সহায়তা প্রায় – ৩০ লক্ষ টাকার বান্দরবান শ্রমিক কল্যান সমিতির ভবন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম,পৌরসভার মেয়র মোঃ সামসুল ইসলাম,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, অরুপ রতন সিংহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, ,জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ,জেলা পরিষদের সদস্য, মোজাম্মেল হক বাহাদুর প্রমখ।