ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুজ্জামানকে সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুজ্জামান সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সংগঠনের সাবেক সভাপতি ফয়সাল মাহমুদ আল-মারজান ও সাধারণ সম্পাদক হাদিসুর রহমান এই কমিটির অনুমোদন দেন। আগামী এক বছর তারা এ দায়িত্ব পালন করবেন। কমিটির নতুন সভাপতি-সম্পাদককে আগামী ৭ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।