বিকাল ৪:০২, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ







কলমাকান্দায় গলায় ফাঁস দিয়ে অবিবাহিত যুবকের আত্মহত্যা

কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ নেত্রকোনা জেলার কলমাকান্দায় ভাড়াটিয়া বাসায় গলায় ফাঁস দিয়ে দিয়ে বিজয় দেবনাথ (২৬) নামের এক অবিবাহিত যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (৩০শে সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শীববাড়ি রোডের নিলয় সাহার দু’তালা বাসায় এ ঘটনা ঘটে।

নিহত বিজয় দেবনাথ কাঁকড়াচরি জেলার পিতা অজ্ঞাত ছেলে। হাসপাতাল সূত্রে জানা যায়, বিজয় দেবনাথ চাকরিসূত্রে দুই মাস আগে কলমাকান্দা উপজেলা হাসপাতালে ফার্মাসিষ্ট হয়ে এসেছেন।

সরজমিনে গিয়ে জানা যায়, স্থানীয় লোকমুখে, এর পেছনে কোন প্রেম ঘটিত বিষয় থাকতে পারে বলে অনেকেই ধারনা করছেন। তবে বাসার মালিক নিলয় সাহা বলেন, আমার বাসায় সে ভাড়া থাকে দু মাস ধরে, ছেলেটার আচার-আচরণ তো ভালোই দেখেছি,কেন যে এমন কাজটি করে বসলো তার কারণ কিছুই জানিনা।

তবে থানার পুলিশ এস আই আমিনুল হোসেন জানায়, প্রাথমিক মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে, তারা আসলে লাশ মর্গে পাঠানো হবে, পরে রিপোর্ট অনুযায়ী আইনি পদক্ষেপ নেয়া হবে।